মেহেরপুরে দু’দিন না যেতেই আবারো ছিনতাই 

  জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৩ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৭

মেহেরপুরে দু’দিন না যেতেই আবারো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরপুর সদর উপজেলা চকশ্যামনগর ফাকা মাঠে প্রাণ কোম্পানী সেল্স ম্যান আবু সাঈদ (২৬) এর কাছ থেকে ৪০/৪৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। উল্লেখ্য গত রবিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের শিশু বাগানপাড়ার কাজিম শেখের স্ত্রী ময়না খাতুন (৩৬) এর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। 

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর গ্রামের ইউনুস আলির ছেলে আবু সাঈদ প্রান কোম্পানীতে সেল্সম্যান হিসাবে চাকুরি করত। সে প্রাণ কোম্পানির সেলসম্যান হিসেবে মুজিবনগর এলাকায় কোম্পানীর মালামাল দিয়ে আলমসাধু যোগে মেহেরপুরে আসার পথে  চকশ্যামনগর নামক ফাকা মাঠের মাঝে অঙ্গাত তিন জন ব্যাক্তি পথরোধ করে তাকে মারধর করে, তার কাছে থাকা কোম্পানীর আদায়কৃত ৪০/৪৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে সাঈদ প্রাণ কোম্পানীর সুজন আহম্মেদ (৩৪) কে বিষয়টি মুঠোফোনে জানায়। 

এবিষয়ে মেহেরপুর সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। ঘটনা স্থলে সদর থানা পুলিশের একটি টিম সেখানে পরিদর্শন করেন। পুলিশ জানান প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত