মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ২০:২৯ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:২৬
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২০ বোতল ফেন্সিডিলসহ আরিফুল হোসেন ও পিন্টু নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গলাকাটা মাঠ এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আরিফুল ইসলাম মুজিবনগর উপজেলার আনন্দবাস বিশ্বাসপাড়া আব্দুল মান্নানের ছেলে এবং পিন্টু একই এলাকার হায়দার আলীর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে এমন খবর পেয়ে, মেহেরপুর ডিবি’র ওসি মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে সংগীয় এস আই নি:মো: হাবিবুর রহমান, এএসআই নি: মো: মাহাতাব উদ্দিন, এএসআই নি: আহসান হাবীব, এএসআই নি:মো: হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ মুজিবনগর উপজেলার শিবপুর গলাকাটা মোড় এলাকায় ওত পেতে থাকেন। এসময় আরিফুল ইসলাম বগা এবং পিন্টু হোসেন কে আটক করেন। তাদের নিকট থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মুজিব নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে আরিফুলের নামে ৫ টি এবং পিন্টুর বিরুদ্ধে ৬ টি মাদকের মামলা আদালতে বিচারাধীন আছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত