মেহেরপুরে তিনটি গ্রাম লকডাউনসহ কঠোর বিধিনিষেধ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৪ জুন ২০২১, ২০:২৯ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮

মেহেরপুরে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় তিনটি গ্রাম লকডাউনসহ কঠোর বিধিনিষেধ জারি করেছে মেহেরপুর জেলা প্রশাসন। আগামীকাল ১৫ জুন থেকে এই বিধি নিষেধ কার্যকর হবে। মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া, হিন্দা ও মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট বাদে সকল ধরণের দোকানপাট বন্ধ ও অপ্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না। এদিকে মেহেরপুর জেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট বাদে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, অপ্রয়োজনীয় চলাচল সন্ধা ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার দুপুরে জরুরী সভায় এসব বিধিনিষেধের কথা জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এছাড়াও মেহেরপুর থেকে রাজশাহীগামী বিআরটিসি বাস বন্ধ থাকবে এবং সীমান্তবর্তী গ্রাম গুলোতে কঠোর নজরদারি করা হবে বলে জানান জেলা প্রশাসক। এছাড়াও জেলা পুলিশ ও জেলা প্রশাসনের একাধিক টিম বিধিনিষেধ কার্যকর করতে কাজ করবে বলে জানান পুলিশ সুপার এস এম মুরাদ আলি। উল্লেখ্য, গত ২ দিনে মেহেরপুরে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন। বর্তমানে মেহেরপুরে চিকিৎসাধীন আছে ১৬৫ জন। এ পর্যন্ত মেহেরপুর জেলায় করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে ২৬ জন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত