মেহেরপুরে ডিবির ওসি বদলি নতুন ওসি’র যোগদান
প্রকাশ: ৩ মার্চ ২০২২, ১০:৩১ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩২
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর বদলি এবং নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সাইফুল আলম যোগদান করেছে। বুধবার রাতে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম এর নির্দেশে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী গোয়েন্দা শাখা থেকে বদলি হয়ে মেহেরপুর সদর থানায় ইন্সপেক্টর তদন্ত (ওসি) হিসেবে যোগদান করেছে ও সাইফুল আলম মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছে।
সাইফুল আলম ২০১৭ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে প্রথম জেলা ফরিদপুরে প্রায় ১২ বছর ও সর্বশেষ শরীয়তপুর জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তি জীবনে তিনি পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছেন। বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ হিসেবে এ যোগদান করেন। এসময় ইন্সপেক্টর জুলফিকার আলী কে বিদায় ও সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সাইফুল আলমকে শুভেচ্ছা জানান মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত