মেহেরপুরে জামায়াতের সাবেক আমীর কারাগারে

  মেহেরপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২০ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৯

মেহেরপুরে জেলা জামায়াতের সাবেক আমীর ও সদর উপজেলার সাবেক  চেয়ারম্যান আলহাজ্ব ছমির উদ্দিন কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব মোঃ ছমির উদ্দিন মেহেরপুরে  স্পেশাল ট্রাইবুনাল ১ম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পরিবার সূত্রে জানা গেছে, তার মায়ের অসুস্থ্যতার কথা শুনে আমেরিকা থেকে গত শুক্রবার মেহেরপুরে আসে। তার মায়ের মৃত্যু হলে শুক্রবার জানাযা ও দাফন কার্য শেষে মেহেরপুরে অবস্থান করছিল। ২০১৩ সালের দোকান পোড়ানার মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসেবে রবিবার মেহেরপুর আদালতে জামিন নেওয়ার জন্য আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত