মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের মানববন্ধন
প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১৬:৫৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪১
মেহেরপুরে সোমবার সকাল সাড়ে দশটার দিকে জেলা আইনজীবী সমিতি অফিসের সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিবসে গণতান্ত্রিক কর্মসূচিতে নির্বিচারে ছাত্রজনতা হত্যাকান্ডের প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ বিজন, জেলা আইনজীবি সমিতির সাধারাণ সম্পাদক ফরিদ আহম্মেদ, সাবেক সেক্রেটারী আবু সালেহ মোহাম্মদ নাসিম, আইনজীবী ফোরমের সাংগঠনিক সম্পাদক আতাউল হক আন্টু, আইনজীবী ফোরামের ভিপি আদিল, আইনজীবি সমিতির ভিপি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সেক্রেটারি আসাদুল আজম খোকন ও কামরুল হাসান, আইনজীবি সমিতির যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান সহ জিল্লুর রহমান, সাইদুর রাজ্জাক, মখলেচুর রহমান স্বপন, আব্দুল আলিম প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত