মেহেরপুরে গাছের সাথে শত্রুতার অভিযোগ
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:২৪ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:২৮
মেহেরপুরে গাছের সাথে শত্রুতার অভিযোগ উঠেছে। সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামে পলির মাঠে মনিরুল ইসলাম মনার জমিতে মেহগনির চারা গাছসহ ফসলি আবাদি জমির কলমি শাক ও মূলার সব্জি নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তারা।
সোমবার বিকালে জমির মালিক মনিরুল ইসলাম মনা বলেন, আমি দীর্ঘদিন মালেশিয়া ছিলাম লক ডাউনের কারণে আমি আর বিদেশে না যেতে পেরে দেশে আমার নিজের জমিতে সব্জির চাষ করি। আমার জমির চারিপাশে মেহগনি ও সেগুন গাছের চারা লাগিয়ে বাউন্ডারি করে দেয়। ইউপি নির্বাচন শেষ হওয়ার দু’দিন পর কে বা কারা মেহগনি ও সেগুন গাছের চারার মাঝখানে কোঁপ দিয়ে কেটে রেখে যায়। আজ সকালে জমিতে গিয়ে দেখি আবারো কে বা কারা মেহগনি ও সেগুন গাছের চারা সহ জমিতে থাকা সব্জি গুলোও নষ্ট করে দিয়েছে। তিনি আরো বলেন, আমার সাথে কারো শত্রুতা নেই। কেন যে এগুলো করেছে তা আমি জানিনা।
বুড়িপোতা ইউপি’র ৫ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন লাল্টু বলেন, বিষয়টি শোনার পর আমি সরেজমিনে পরিদর্শন করেছি। জমির মালিকের সাথে আলাপ-আলোচনা করে সে যদি আইনগত ব্যবস্থা নেয় তাহলে আমি সহযোগিতা করব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত