মেহেরপুরে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৯ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ২০:০২

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মিনারুল ইসলাম মিনা নামের এক গাঁজা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মিনারুল ইসলাম মিনা মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের জমশের আলীর ছেলে। 

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক খসরু আল মামুনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা বুড়িপোতা গ্রামের মিনারুল ইসলাম মিনার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করার পর তার বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত