মেহেরপুরে গাঁজার গাছ সহ গাঁজা চাষি গ্রেফতার

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৮ মে ২০২১, ০৯:১৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮

মুজিবনগর থেকে গাঁজা চাষী আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে মেহেরপুরের পুলিশ। গতকাল সোমবার বিকালের দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর মাঠ থেকে গাঁজা গাছ উদ্ধার সহ গাঁজা চাষী আজিজুলকে গ্রেফতার করে পুলিশ।আটক গাঁজা চাষী আজিজুল ইসলাম মহাজনপুর গ্রামের ছুরাত শেখ এর পুত্র। 

জানা গেছে আজিজুল ইসলাম দীর্ঘদিন যাবত মেহেরপুরের মহাজনপুর এবং চুয়াডাঙ্গার দামুড়হুদার মাঝামাঝি স্থানে একটি বাগানে গাঁজার চাষ করে আসছিল। এদিন গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলীর নেতৃত্বে ডিবি পুলশের সদস্যরা এলাকাটি ঘেরাও করে এবং বড় ধরনের দুটি গাঁজার গাছ উদ্ধার করে। এসময় চাষী আজিজুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত