মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ 

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:০৪ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলা আত্মহত্যা করেছে। মেহেরপুর জেলার গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামে বৃহস্পতিবার সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের হাবিবের স্ত্রী নুপুর (২০) মোবাইল ফোনে সকাল সাড়ে দশটার দিকে তার প্রবাসী স্বামী হাবিবের সাথে কথা বলার পর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

পরে ঘরের দরজার সিটকানি ভেঙে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত (ওসি) বজলুর রহমান বলেন, বিষয়টি শুনেছি ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত