মেহেরপুরে কেক কাটার মধ্যে দিয়ে আমাদের সময় এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৯:৪২ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:২৮
মেহেরপুরে কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক আমাদের সময় এর ১৮তম বর্ষ পদার্পণে সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবে আমাদের সময় এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক ফজলুল হক। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রফিক-উল আলম,তুহিন অরণ্য প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুজ্জামান, মেহের আমজাদ, গোলাম মেস্তফা, জাহির হোসেন চ ল, মোঃ রাশেদুজ্জামান, বেন ইয়ামিন মুক্ত, আবু আক্তার করন, জি.এফ. মামুন লাকী, আক্তারুজ্জামান, আসিফ ইকবাল, রোজিনা খাতুন, জাকির হোসেন, রেজ আন উল বাসার তাপস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় এর মেহেরপুর প্রতিনিধি মীর মাহলায়েল আলী শিশির। বক্তারা বলেন- “আমাদের সময়” একটি দীর্ঘকালীন সংবাদ মাধ্যম। নিরপে¶ সংবাদ প্রকাশের সাহসী পদ¶েপের পরিচয় বহন করে। এছাড়া দেশের ছোট, বড় সব খবর এই পত্রিকায় থাকায় পাঠকদের কাছে এর জনপ্রিয়তা অনেক। তারা আগামিতে আরো ভাল কিছু করার প্রত্যয় ব্যাক্ত করেন। পরে অতিথিবৃন্দরা কেক কেটে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত