মেহেরপুরে কৃষকের ধান কেটে দিল যুবলীগ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১৫:১৯ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃতে শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলা গোভীপুর মাঠে কৃষক আনারুল ইসলামের দুই বিঘা জমির ধান কাটার মধ্য দিয়ে ধান কাটা অনুষ্ঠানের সূচনা করা হয়। 

এসময় মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাঁদু, গাংনী উপজেলা সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলামসহ অর্ধ শতাধিক যুবলীগ নেতা কর্মী মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাঠে আনারুল ইসলামের দুই বিঘা জমির পাকা ধান কাটেন। 

উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান হিরণ, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য সানোয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য নাসির উদ্দিন, একে আজাদ সাগর, ইটভাঙ্গা মালিক সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সদস্য বুরহানুল আজিম রিয়াদ, জেলা যুবলীগের সদস্য রাহিনুজ্জামান পলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মেহেরপুর জেলা শাখার সভাপতি শাকিল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত