মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু, মোট মৃত্যু ৩০
প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:২৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:০৭
মেহেরপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু। ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে বুধবার রাত সাড়ে দশটার দিকে সাহেরা খাতুন (৬০) ও বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আব্দুল হান্নান (৬৫) আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামের শেখপাড়া মৃত মুলক চাঁদের স্ত্রী সাহেরা খাতুন ও গাংনী উপজেলা মঠমুড়া গ্রামের মৃত রহিম বক্স'র ছেলে আব্দুল হান্নান (৬৫) দুজেনই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩০ জন। এদের মধ্যে সদরে ১২, গাংনী ১২ ও মুজিবনগরে ৬ জন।
২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সাহেরা খাতুন গত মঙ্গলবার সকালে করোনা ইউনিটে ও আব্দুল হান্নান গত বৃহস্পতিবার দুপুরের দিকে আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়। এদিকে পরিবার সূত্রে জানা গেছে, সাহেরা খাতুনের করোনা পজেটিভ গত ১৫ জুন মঙ্গলবার আসলে ঐ দিনেই তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয় এবং অপর দিকে আব্দুল হান্নানের পরিবারের কাছ থেকে জানা গেছে, গত ১০ জুন বৃহস্পতিবার করোনা পজেটিভ আসলে তাকেও ঐ দিনে মেহেরপুর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত