মেহেরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৫ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭
মেহেরপুরে আনোয়ার হোসেন নামক এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এলাকাবাসী বলেন পূর্ব শত্রুতার জের ধরে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়ে থাকতে পারে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনোয়ার হোসেন সদর উপজেলার পাটাপোকা গ্রামের শ্যামার ছেলে।
জানা গেছে দুপুরের দিকে আনোয়ার হোসেন, পার্শ্ববর্তী বর্শিবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সাঈদ এবং হাসনাবাদ কলোনি পাড়ার ফরহাদের ছেলে রবিন ধান কাটতে যায়। এসময় রবিন ও আনোয়ারের সাথে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিন আনোয়ারকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে আনোয়ারকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত