মেহেরপুরে ইট ভাঙ্গা মালিক সমিতির পক্ষ থেকে ৮০ হাজার টাকার চেক প্রদান

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫১ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩১

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির উদ্যোগে ইটভাঙ্গা মালিক সমিতির প্রধান উপদেষ্টা মরহুম আবু সাঈদের পরিবারকে ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ইট ভাঙ্গা মালিক সমিতির সভাপতি বুরহানুল আজিম রিয়াদের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবু সাঈদের পরিবারের হাতে ৮০ হাজার টাকার চেক তুলে দেন। 

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির সভাপতি বুরহানুল আজিম রিয়াদ প্রমূখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত