মেহেরপুরে ইটভাঙ্গা মালিক সমিতির উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরণ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৫ মে ২০২১, ০৯:৩৪ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির উদ্যোগে ইফতার ও মা· বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে জেনারেল হাসপাতাল রোডস্থ অফিস প্রাঙ্গনে ইটভাঙ্গা মালিক সমিতির পক্ষ থেকে সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির সভাপতি বুরহানুল আজিম রিয়াদের সভাপতিত্বে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (পি.পি.এম) মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ দারা খান, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি ও ওয়াপদা মোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাহিনুজ্জামান পলেন, সদর থানা যুবলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোশারোফ হোসেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত