মেহেরপুরের পুলিশ সুপার টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত
প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৯:৫২ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৬
মেহের আমজাদ,মেহেরপুর : করোনার টিকা নেওয়ার পর মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। টিকা নেওয়ার ১মাস ৩ দিন পর পুলিশ সুপার এস এম মুরাদ আলি’র করোনা শনাক্ত হয়। শনিবার মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মোঃ নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার এস এম মুরাদ আলি ঠান্ডা, কাশি অনুভব করলে সোয়াব পরীক্ষা করা হয়। শনিবার দুপুরের দিকে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মোঃ নাসিরুদ্দিন বলেন, শরীরে করোনার জীবাণু প্রবেশের পর যদি কেউ টিকা নেন, তাহলে সেটা কাজ নাও করতে পারে। কারণ ভাইরাসটি শরীরে প্রবেশের পর এর শক্তিকাল ১৫ দিন। তার আগেই তাঁরা আক্রান্ত হয়ে থাকতে পারেন। পুলিশ সুপার এসএম মুরাদ আলি বর্তমানে তার বাসভবনে অবস্থান করছেন। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি ১৭ ফেব্রুয়ারী করোনার টিকা গ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত