মেহেরপুরের পিরোজপুর জিসি সড়ক পুনঃর্বাসন কাজের উদ্বোধন

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ০৯:৪৮ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:০১

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জিসি সড়ক পুনঃর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করে মেহেরপুর-পিরোজপুর সড়কের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। 

মেহেরপুরে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম ,মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর এলজিইডির উদ্যোগে জি কে আই আই ডি পি-৩ প্রোজেক্টের ৩ কোটি ২২লক্ষ টাকা ব্যয়ে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-পিরোজপুর সড়কের ২ হাজার ৯শ মিটার সড়ক নির্মান করা হয়। এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত