মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১
প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১৬:০৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬
মেহেরপুরের গাংনীতে ৩০ বোতল ফেন্সিডিলসহ সেন্টু আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার সকাল পনে ছয়টার দিকে সেন্টু আলীকে আটক করা হয়। আটককৃত সেন্টু আলী মেহেরপুর জেলার গাংনী উপজেলার পলাশীপাড়ার আজিজুল হকের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দীন এর নেতৃত্ব অভিযান চালিয়ে আসামী সেন্টুর বসতঘর থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ সেন্টুকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত