মেসি-এমবাপ্পের নৈপুণ্যে পিএসজির রক্ষা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ২২:৩৪

এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়লো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রেনের বিপক্ষে এই জয়ে বর্তমানে লিগ ওয়ানে ১৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি।

তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যাবার সুযোগ ছিল রেনের সামনে। পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস দেয়াল হয়ে দাঁড়ালে গোলের দেখা পায়নি সফরকারীরা। ৩৪ মিনিটে এমবাপ্পের শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় পিএসজিকে। গোলশূন্য অবস্থাতে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আবারও আক্রমণ বাড়ায় পচেত্তিনোর শিষ্যরা। ৬২ মিনিটে স্বাগতিকরা বল জালে জড়ালেও তা বাতিল হয় অফসাইডে। অবশ্য অতিরিক্ত সময়ে আর ভুল করেননি এমবাপ্পে। মেসির অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন এই ফরাসী তারকা। গোটা ম্যাচে অন টার্গেটে ওই এক শটেই জয় নিশ্চিত হয় পিএসজির।

২৪ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে টেবিলের শীর্ষে অবস্থান করছে পচেত্তিনো শিষ্যরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত