মেসির পেনাল্টি মিস, এমবাপ্পের গোলে জিতল পিএসজি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৩ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
শেষ ষোলর প্রথম লেগে এমবাপ্পের শেষ মূহুর্তের গোলে রিয়ালকে হারালো পারি সা জার্মেই। স্বাগতিকদের আধিপত্যের ম্যাচে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। ম্যাচটা মৌসুমেরই অন্যতম আকাঙ্খিত। তারকায় ঠাঁসা পিএসজি ও রিয়ালের শেষ ষোলর লড়াই তাই পেয়েছিলো অন্যমাত্রা।
দুই মাস পর নেইমারের মাঠে ফেরা, পিএসজির জার্সিতে লিওনেল মেসির প্রিয় প্রতিপক্ষকে বরণ। কিংবা শেষ মূহুর্তে লস ব্লাঙ্কো একাদশে কারিম বেনজেমার অন্তর্ভূক্তি। নানা ঘটনা বাড়িয়ে দিয়েছিলো ম্যাচের মাহাত্মও। তবে দিনশেষে নায়ক হয়ে রইলেন একজন কিলিয়ান এমবাপ্পে। যার ট্রেইলার দেখা গিয়েছিলো ম্যাচের শুরুতেই। যদিও ফরাসি স্পিডস্টারের ক্রসকে পূর্ণতা দিতে পারেননি দি মারিয়া।
পার্ক দা প্রাঁসে প্রথমার্ধের বাকিটা সময়জুড়ে দৃশ্যপটে শুধুই পিএসজি। এমবাপ্পে-মেসি-দি মারিয়া ত্রয়ীকে সামলাতেই ব্যস্ত ছিলো রিয়াল রক্ষণ। তবে থিবো কোর্তোয়াকে একা পেয়েও ডেডলক ভাঙ্গত পারেননি এমবাপ্পে।
স্রোতের বিপরীতে প্রথমার্ধের শেষ মূহুর্তে অতিথিদের আক্রমণ। তাও জাল খুঁজে পায়নি ক্যাসেমিরোর হেড। বিরতির পরও পচেত্তিনোর অ্যাটাকিং কৌশলে কোনঠাসা আনচেলত্তির রিয়াল। তবে স্বাগতিক গ্যালারি উল্লাসে মাতাতে পারেনি নি মেসি।নায়কতো দূরে থাক উল্টো ৬১ মিনিটে লিও বেন যান ভিলেন। এমবাপ্পের পাওয়া পেনাল্টিকে গোলে রূপ দিতে ব্যর্থ ক্ষুদে জাদুকর।
শেষক্ষণে একাধিক পরিবর্তন এনেও ছায়া থেকে বের হতে পারেনি রিয়াল। তবে পেরেছেন নেইমার। প্রায় দুই মাস পর মাঠে নেমে শেষক্ষণে অবদান রেখেছেন পিএসজির জয়ে। তার অ্যাসিস্টকে পূর্ণতা দেন এমবাপ্পে। মাদ্রিদকে স্তব্ধ করে জাগিয়ে তোলেন প্যারিস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত