মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখাটা কঠিন: মুশফিকের আবেগ
প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ১০:৪১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৪০
দুই পক্ষের অনিচ্ছা সত্বেও পরিস্থিতির শিকার হয়ে প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি বিদায় জানাতে হচ্ছে কাতালুনিয়ানদের। প্রিয় তারকার এমন বিদায়ে আপ্লুত বাংলাদশের অন্যতম সেরা ক্রিকেট তারকা মুশফিকুর রহিম।
ক্রিকেটার হলেও ফুটবলে রয়েছে মুশফিকের সমান আসক্তি। আর লিয়নেল মেসি তার প্রিয় ফুটবল তারকা। তাই মেসির এই বার্সা বিচ্ছেদ মেনে নিতে কষ্ট হচ্ছে তারও। ভক্ত-অনুরাগীদের সেই কষ্ট শেয়ার করলেন মুশফিক। মেসির বিদায়ের কিছু পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, ‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখাটা কঠিন। তিনি আমার প্রিয় খেলোয়াড়, আর আমাকে বিশাল বড় বার্সেলোনা ভক্ত বানিয়ে দেওয়ার বড় কারণ। আমি জানি না কার জন্য এখন বার্সেলোনার খেলা দেখব। আপনার জন্য শুভকামনা রইলো জাদুকর।’
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া বায়ো-বাবল নিয়মের কারণে চলতি সিরিজে অনুপস্থিত মুশফিক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নিউজিল্যান্ড সিরিজ থেকেই আবার তাকে দেখা যাবে দেশের হতে রঙিন জার্সিতে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত