মেট্রোরেলে বিপত্তি ঘটাল ফানুস
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৩, ১২:১৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৩৯
বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে থাকায় মেট্রোরেল চলাচল আজ রোববার সকালে দুই ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। ফানুস সরানোর পর সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রেল চলাচল শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (জিএম) ইফতেখার হোসেন এ কথা জানান।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেল চালু হতে দেরি হওয়ার কারণে যাত্রী থাকা সাপেক্ষে বেলা সোয়া ২টা পর্যন্ত রেল চলবে।
এর আগে আজ সকালে এম এ এন ছিদ্দিক বলেন, গত রাতে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়েছে। দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।
গত বুধবার বেলা ২টার দিকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করে। বেলা ১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। উদ্বোধনের পর দিন থেকে জনসাধারণের জন্য সীমিতভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। আগামী ২৬ মার্চ থেকে উত্তরা-আগারগাঁও পথে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। উত্তরা-আগারগাঁও পথের জন্য ৬ কোচবিশিষ্ট ১০টি ট্রেন প্রস্তুত করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত