মেক্সিকোর সমুদ্র পাড়ে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন মেহজাবীন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৯:৫৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:০০

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজে তার পথচলা শুরু হয়েছিল একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। নৃত্যেও পারদর্শী, সেই সুবাদে বিভিন্ন নাচের অনুষ্ঠানেও দেখা যায় তাকে। কাজ করেছেন বিজ্ঞাপনেও। তবে নাটকে অভিনয় করেই আলোচনায় আসেন, নজর কাড়েন দর্শকের।

নাটকে আসার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন তিনি দেশীয় নাটকের প্রথম সারির অভিনেত্রী। পর্দার মতো সামাজিকমাধ্যমগুলোতেও বেশ জনপ্রিয় মেহজাবীন। নিত্য নতুন ছবি আর বিভিন্ন পোস্টের মাধ্যমে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।

এবার মেক্সিকোর সমুদ্র পাড়ে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন মেহজাবীন। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলো মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান-এর সৈকত ও এর পাশে গ্র্যান্ড ওসিস কানকুন হোটেল ও রিসোর্ট থেকে তোলা।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান মেহজাবীন। নিউ ইয়র্ক থেকে একের পর এক ছবি পোস্ট করছেন তিনি। আর পাশের দেশ মেক্সিকো সমুদ্র সৈকত থেকে আকর্ষণীয় লুকে ছবি পোস্ট করে নেটিজেনদের চোখ কপালে তুলে দিলেন এই অভিনেত্রী।  

মেহজাবীনের এই পোস্টটির মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রশ্নের ছড়াছড়ি। অনেকের প্রশ্ন কার সঙ্গে সেখানে গিয়েছেন এই তারকা। কেউ আবার করছেন ভালোবাসাময় মন্তব্য।

অবশ্য কার সঙ্গে মেক্সিকারর সমুদ্র সৈকতে গিয়েছেন সে সম্পর্কে কিছু জানাননি অভিনেত্রী। শুটিং নাকি শুধুই অবকাশ যাপন করতে সেখানে গেছেন সেটাও খোলাসা করেননি।

এদিকে, মঙ্গলবার (২৫ অক্টোবর) ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন আরেক অভিনেত্রী তানজিন তিশা। তার ছবিগুলোও মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান-এর সৈকতে তোলা। ছবির ক্যাপশনে তিশা লেখেন, ‘হেই মাই লাভ। ’ 

যুক্তরাষ্ট্রে একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেহজাবীন ছাড়াও অংশ নিয়েছেন তানজিন তিশাসহ দেশের বেশ কয়েকজন তারকা। পরপর মেহজাবীন ও তানজিন তিশা মেক্সিকো থেকে ছবি শেয়ার করায় অনেকেই ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের কাজ শেষে তারা দুজন একসঙ্গেই অবকাশ যাপনে রয়েছেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত