মূল্য তালিকা না রাখায় ফলের দোকানে জরিমানা
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১৯:০৩ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৬:৫১
মাদারীপুরের কালকিনিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে ৩টি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে কালকিনি বাজার ও ভূরঘাটা মজিদবাড়ী বাজারের তিনটি দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে মূল্য তালিকা না থাকা ও প্রতিশ্রুতি সেবা যথাযথভাবে না দেওয়ার কারণে এসব জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস নেতৃত্বে এবং কালকিনি থানার সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিসমিল্লাহ ফল ভান্ডারকে ৫ হাজার, আনোয়ার স্টোরকে ৫হাজার ও আদর্শ ফল ঘরকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত