মুন্সীগঞ্জ -১ আসনে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৪০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:০০
মুন্সীগঞ্জ -১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ও গভীর রাত পর্যন্তও তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নৌকাকে বিজয়ী করতে আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ প্রতিদিনিই ভোট চেয়ে বেড়াচ্ছেন। নৌকার জন্য ভোট চাচ্ছেন উপজেলা প্রায় ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা। ভোট সুষ্ঠু ও যার ভোট সে দিতে পারবে এমন আশা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ও উৎসবের আমেজ বেড়েছে।
সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান, তিনি বলেন, নৌকা উন্নয়নের মার্কা, নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছেন। জীবনমান, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। জাতির স্বপ্ন বাস্তবায়নে দারিদ্র ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনা কাজ করছেন। তিনি বলেন দ্বাদশ নির্বাচনে নৌকার মার্কায় ভোটের জোয়ার উঠেছে তাই বিপুল ভোটে নৌকা মার্কা জয়যুক্ত হবেন।
জানা গেছে, উপজেলার ২৪টি ইউনিয়ন নিয়ে মুন্সীগঞ্জ -১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনটি গঠিত। এখানে মোট ভোটার রয়েছে ৫ লাখ ০৮হাজার ৯শ' ৮৬ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১৭০টি।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত