মুন্সীগঞ্জ ১ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান
লিটন মাহমুদ
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ২০:১৬
আজ রবিবার [২১ শে ডিসেম্বর] বিকেল মুন্সীগঞ্জ ১ আসন [সিরাজদিখান–শ্রীনগর] থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিন উদ্দিনের কাছ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ ১ [শ্রীনগর -সিরাজদিখান] আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় মুন্সীগঞ্জ ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব হানিফ শেখ ,পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সাদিকুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব মাকসুদুর রহমান খান
উপস্থিত ছিলেন ।
উক্ত সময় আরো উপস্থিত ছিলেন প্রচার সমন্বয়কারী (১) মোঃ শামীম হোসেন, প্রচার সমন্বয়কারী (২)মোঃ আব্দুল ওয়াহিদ, অর্থ সমন্বয়কারী মোঃ রাজা মিয়া, শ্রীনগর মিডিয়া সমন্বয়কারী হাফেজ হাফিজুর রহমান সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ এ সময় বলেন, ইনশাআল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ–১ আসনের জনগণ উন্নয়ন, নৈতিকতা ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত