মুন্সীগঞ্জ পৌরসভার মাস্ক বিতরন শুরু

  কাজী দীপু, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ২০:২৪ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ০৯:২৪

গত বছরের ন্যায় এবারও মুন্সীগঞ্জে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি দফতরের পাশাপাশি মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষ থেকেও মাস্ক বিতরনসহ সচেতনতামূলক প্রচারনা চালানো হয়েছে। সোমবার বিকেল ৪ টার দিকে পৌরসভার  ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. খাইরুল ইসলামের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে মিশুক, অটোবাইক চালক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়।

 এ সময় উপস্থি ছিলেন মুন্সীগঞ্জ পরসভার স্যানেটারি ইন্সপেক্টর লীনা সাহা, স্বাস্থ্য  পরিদর্শক নাছিমা আক্তার, টিকাদান সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস সাম্মী, মো. মহিউদ্দিন,  মো. আউয়াল, পরিচ্ছন্ন কর্মী আবুল কালাম প্রমুখ।

পৌর কাউন্সিলর মো. খাইরুল ইসলাম জানান,  করোনার ভয়াবহ সংক্রমন আবারও বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক ব্যবহার করা অতি জরুরি। তাই পৌরসভার পক্ষ থেকে মাস্ক বিতরন কার্যক্রম শুরু হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত