মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ২১:২৪ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৭
বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবীর রিজবী বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করতে সরকারে প্রতি আহবান জানিয়েছে বিএনপি। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হলে আগামীতে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করার আল্টিমেটাম দেন। ওই অবরোধের মাধ্যমে কঠিন আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানো হবে বলেও হুমিয়ারি উচ্চারন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবীর রিজবী।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকার কদমরসুল হিমাগার মাঠ প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবীর রিজবী আরও বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে হারানো গণতন্ত্র আবারও প্রতিষ্ঠিত হবে।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন যুগ্ন-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন, ঢাকা দক্ষিন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইশরাক হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত