মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধিঃ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৯:৪৮ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:২৪

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল শ্রীনগর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ সভায় শ্রীনগর উপজেলার বিভিন্ন সম্ভাবনা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল কাদির মিয়া, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,মুন্সীগঞ্জের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট হাসিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক, ওসি(তদন্ত) মোঃ কামরুজ্জামান, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল হোসেন মাস্টার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী, সিনিয়র মৎস অফিসার সমীর কুমার বসাক প্রমুখ। 

কাজী নাহিদ রসুল সকলের বক্তব্যের প্রেক্ষিতে দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি শ্রীনগর সি তা নামে একটি এপস সহ উত্তোরণ নামে একটি ত্রৈমাসিক নিউজ লেটার উদ্বোধন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত