মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১৯:৩৭ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২৩:৪৯
মুন্সীগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে জুলাই সোমবার সকাল ১০টা ৩০মিনিটে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এই মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পুলিশ সুপার বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন- উন্নত দেশগুলোর মতো আমাদেরও বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগী হতে হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে আরও বেশি সাশ্রয়ী হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার [প্রশাসন ও অর্থ] সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার [ক্রাইম অ্যান্ড অপস্]মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার [ডিএসবি] ইয়াসিনা ফেরদৌস, ডিআইও(১) মোহাম্মদ হেলাল উদ্দিন,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ডিবি মোঃ আবুল কালাম আজাদ পিপিএম, আর.আই মোঃ আশরাফ আলীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও মুন্সীগঞ্জ জেলাধীন সকল সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জগণ, পুলিশ লাইন্সে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ ভিডিও কনফারেন্সে মাধ্যমে সংযুক্ত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত