মুন্সীগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  মুন্সীগঞ্জ প্রতিনিধি  

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৭

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৭ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মুন্সীগঞ্জ জেলা জামায়াতের অফিস( কৃষি ব্যাংক সংলগ্ন) সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিল শুরু হওয়ার আগে ট্রাকে উপার মঞ্চ করে সমবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস   আরো বক্তব্য রাখেন  জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী জেলা সেক্রেটারি  মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি,মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদার, ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি মো মুজাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খিদির আব্দুস ছালাম  টুংগীবাড়ী উপজেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, মুন্সীগঞ্জ পৌরসভার আমির এইচ এম বায়েজীদ শিবির জেলা সেক্রেটারি মো: আল আমিন। পৌরসভার সেক্রেটারি মো: উজ্জ্বল হোসেন প্রমুখ। মিছিল টি জেলা অফিস থেকে শুরু হয়ে মুন্সীগঞ্জ কোর্ট  চত্তরে এসে জেলা আমির  বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার জন্য সকল কে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি  ঘোষণা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত