মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম 

  লৌহজং থেকে কাজী আরিফ

প্রকাশ: ২২ মে ২০২৩, ১৭:১৩ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ২৩:১২

 

রফিকুল ইসলাম।মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়ায় অবস্থিত হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই বিদ্যালটিতে তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পরেই বিদ্যালয়টির পড়াশোনার মান মুন্সীগঞ্জ জেলার মধ্যে প্রসংশার দাবী রেখে আসছে 

সম্প্রতি হলদিয়া সরকারি  উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৪, ২০১৮, এবং ২০২০ সালে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

ঊল্লখ্য, রফিকুল ইসলাম যখন হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তখন বিদ্যালয়টি সরকারি ছিল না। তার অক্লান্ত পরিশ্রম বিশেষ করে বিদ্যালয়ের পড়াশোনা মান উন্নয়নের কারণে সংশ্লিষ্ট মন্ত্রনালয় বিদ্যালয়টি সরকারীকরণে উদ্বুদ্ধ হন। 

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত