মুন্সীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের জামিন নামঞ্জুর
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১৯:০৬ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০০:৫৭
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থীসহ ১৬ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার (১৭ নভেম্বর) উপজেলার আড়িয়ল ইউনিয়নের আনারস প্রতীকের প্রার্থী কাদির হালদারসহ ১৭জন আদালতে হাজির হয়ে মুন্সিগঞ্জ আমলি আদালত ৪-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন রেহানা ১৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ সময় মহিলা বিবেচনায় অপর এক আসামিকে জামিন প্রদান করা হয়।
জানাগেছে, গত ১২ (নভেম্বর) বিকালে উপজেলার ফজুশাহ বাজারে তৃতীয় ধাপের নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী কাদির হালদারের কর্মীসভা চলছিল । এ সময় ওই কর্মীসভার পাশ দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী আলিফ হোসেন উপজেলার ভাটনিশার গ্রাম হতে তার নিজ বাড়ি বিলের পাড় গ্রামে ফিরছিলেন।
এ সময় আনারস মার্কার কর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী দ্বীন ইসলাম এর ভাইগ্না আলিফকে আনারস প্রতীকের প্রার্থীর হুকুমে পিটিয়ে ও ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । এ ঘটনায় আহত আলিফের মা নিপা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করে।
আহত আলিফের মা নিপা বেগম বলেন , আমার ছেলে আলিফের অবস্থা এখনো আশঙ্কাজনক। তার শরীরে ১২২টি সেলাই দেওয়া হয়েছে। আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, একটি মারামারি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক ১৬ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত