মুন্সীগঞ্জে ৬'শ গ্রাম গাজাসহ গ্রেফতার একজন
প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১৯:৪৫ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯
কাজী দীপু, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর উত্তর পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ শামীম মিল্কি নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬'শ গ্রাম গাজা উদ্বার করা হয়। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ওসি মোজাম্মেল হক জানান, সদরের সুখবাসপুরের তিন সিঁড়ি এলাকাার আলী হোসেন মিল্কি ছেলে শামীম মিল্কি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। তার বাড়ী সদরে হলেও সে পাশের উপজেলা টঙ্গিবাড়ীর উত্তর পাইকপাড়া এলাকার হুমায়ূন মন্ডলের বাড়ির ভাড়াটিয়া হয়ে মাদক ব্যবসা করে আসছিলো। রোববার দুপুরে অভিযান চালিয়ে ৬'শ গ্রাম গাঁজাসহ শামীমকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত