মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার পর নিজেই পুলিশকে খবর দিলেন স্বামী

  লিটন মাহমুদ ও লতা মন্ডল

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৩, ১২:৪৩ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক পাষন্ড স্বামী কর্তৃক তার স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের সতুরচর গ্রামে এই ঘটনাটি ঘটে।

সিরাজদিখান থানা পুলিশ ও বাসাইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, সতুরচ গ্রামের কুয়েত প্রবাসী মো. মিজান (৩০)-এর সাথে স্ত্রী সাদিয়ার (২৫) দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলছিল। কলহের জেরে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে মিজান স্ত্রীকে মারধর করে। এক পর্যায়ে স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং স্বামী নিজেই থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ রাতেই পাষান্ড স্বামী মিজানকে নিজ বাড়ী থেকে আটক করে। মিজান বাসাইল ইউনিয়নের সতুরচর গ্রামের মৃত ইমরান হোসেনের পুত্র। 

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'স্বামী মিজান প্রায় দুই মাস আগে কুয়েত থেকে ছুটিতে বাড়ী আসে। স্বামী-স্ত্রী দুজনের মধ্যেই বনাবনি ছিল না। পারিবারিক কলহের কারনেই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে সে। ঘাতক স্বামী মিজানকে রাতেই আমরা আটক করেছি। মামলার প্রক্রিয়া চলছে।'

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত