মুন্সীগঞ্জে সম্পত্তি দখলের অভিযোগ

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১১:১২ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৬:১৮

মুন্সিগঞ্জ সদর উপজেলার যোগিনীঘাট এলাকায় জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখলের বিষয়ে মো. আনোয়ার মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আনোয়ার মুন্সীগঞ্জ সদর উপজেলার গনকপাড়া এলাকার মৃত ওমর আলী বেপারীর ছেলে।

অভিযোগ সূত্রে জানায়, যোগিনীঘাট এলাকায় জায়গা সম্পত্তি খরিদ করে চার পাশে সীমানা প্রাচীন করে রাখেন।  মো. আনোয়ার মুন্সীগঞ্জ সদর থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারা হলেন, খালইস্ট এলাকার মৃত খবির উদ্দিন আহম্মেদের ছেলে মো.আতাউর রহমান (৫৫),  যোগিনীঘাট এলাকার মো. মোজাম্মেল গাজী(৪৮), মনির হোসেন( ৪৫) উভয় পিতা- জিন্নাত আলী গাজী।

অভিযোগকারী আনোয়ার বলেন, মো.আতাউর রহমান  আমার পূর্ব পরিচিত। পরিচিত হওয়ায় আমার জায়গা সম্পত্তির দলিলের নাম সংশোধন করতে  জায়গা সম্পত্তির মূল দলিলগুলো নেন। তিনি  ২ মাসের মধ্যে দলিলের নাম সংশোধন করে দিবে বলে নেন। এখন তিনি  বিভিন্ন ধরনের তালবাহানা করছে। পরবর্তীতে সম্পত্তির দলিল মো. আতাউর রহমানের নামে সংশোধন করিয়া ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে মোজাম্মেল ও মিনিরে কাছে সম্পত্তি বিক্রি করে দেই। পরে আনোয়ার সম্পত্তি বিক্রির কথা জিজ্ঞেস করলে তাকে মারধরের ভয়ভীতি ও হুমকি দেয়। তারা আরও বলেন, এই জায়গা আমাগো, তুই কোনো জায়গা পাবি না। তুই যদি এই জায়গাতে পা রাখস তাহলে তোকে খুন করে নদীতে ফালাইয়া দিমু।  এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় ।

মুন্সিগঞ্জ সদর থানার  এসআই কামরুল হাসান  মুঠোফোনে বলেন , মো. আনোয়ারের লিখিত অভিযুক্তিটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত