১২ লাখ টাকার ক্ষতি
মুন্সীগঞ্জে শ্রীনগরে ৬ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১০:৫৬ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন কালী মন্দিরের পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, কয়কীর্তন এলাকার সোনারঞ্জন দাসের মালিকানা জায়গার ভাড়াটিয়া আব্দুল বারেকের মুদি ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান, আব্দুল লতিফের ডিমের দোকান, আমির হোসেনের হোটেল, মো. রাসেলের আমহামদুল্লিহ্ ষ্টোর, তাপস দাসের মুদির দোকান সম্পুর্ণরূপে পুড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। স্থানীয়রা বলেন, গভীর রাতে হঠাৎ আগুন লাগার খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন।
ভুক্তভোগী দোকানী আব্দুল বারেক জানান, মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এর মধ্যে তার ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে জানান তিনি। আগুনে পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগীদের।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রায় আধঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে পার্শ্ববর্তী অন্যান্য দোকান ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত