মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন জেলা পুলিশ সুপার
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪
মুন্সীগঞ্জে ১৪ই ডিসেম্বর ২০২৪ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ বদিউজ্জামান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ফিরোজ কবির মহোদয়সহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত