মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীসহ ৩ আ'লীগ নেতা বহিষ্কার
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ২০:৪১ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:১৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তামান চেয়ারম্যান আক্তার উজ্জামান জীবনকে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও তার নির্বাচনে সহযোগীতা করার কারণে স্থায়ীভাবে বহিষ্কার হয়েছে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন গাজী, যুগ্ন-সম্পাদক গজনবী। আজ রোববার (২১ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয় বলে তিনি নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. লুৎফর রহমান আরো জানান, আক্তার উজ্জামান জীবন বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা কারছে। যা পার্টির গঠনতন্ত্র পরিপন্থী ক্রিয়াকর্ম পরিচালন ও দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। এবং কেন তাকে স্থানী ভাবে বহিষ্কার করা হবে চেয়ে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানের নির্দেশ দেয়া হয়। এবং দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা করায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন গাজী ও যুগ্ম-সম্পাদক গজনবীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত