মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রকাশ: ৪ মে ২০২৪, ০৯:৫১ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩
মুন্সীগঞ্জের মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালিবাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। ৩মে (শুক্রবার )সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির পাশে ঢালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আল-আমিন (৬) ও মরিয়ম আক্তার (৭) ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকালে ওই দুই শিশু বাড়ির পাশে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যা হওয়ার
পরও তারা বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পরেন পরিবারের সদস্যরা। বাড়ির পাশে অবস্থিত পুকুরের সামনে গেলে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ দেখতে পান তারা।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম আমাদের কে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত