মুন্সীগঞ্জে নতুন ১২ জনের করোনা শনাক্ত, কোয়ারেন্টাইনে ১১৫ জন
প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১৯:২১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৬
মুন্সীগঞ্জে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। সোমবার নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৫২৪ জনের করোনা শনাক্ত হলো। সোমবার নতুন ২ জন সুস্থ হয়েছে। জেলায় করোনা জয়ীর সংখ্যা ৪৪১৮। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু না থাকার মৃত্যুর মিছিলের সংখ্যা ৬৯ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে হাসপাতাল ও বাড়ীতে কোয়ারেন্টাইনে আছেন ১১৫ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন সোমবার প্রাপ্ত ৫৪টি নমুনার ফলাফলে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে ১২ জন। তাদের বাড়ী সদর উপজেলায়।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ২৩ হাজার ৩৩৯ টি নমুনা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ২২ হাজার ৭৭০টি। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ৭১টি নমুনার প্রাপ্ত ফলাফলে ২৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত