মুন্সীগঞ্জে টিসিবি'র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

  শাহনাজ বেগমঃ 

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১৯:০৩ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে মুন্সীগঞ্জে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ২০শে মার্চ মুন্সীগঞ্জের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পঞ্চসার ইউপি চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফার সহযোগিতায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্নআয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  

পবিত্র রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের কথা ভেবে  নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রমটি উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসূল মহোদয়। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনিস উজ্জামান আনিস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুন্সীগঞ্জ সদর ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আরো অনেকে  এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত