মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে একসাথে ৩ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
![](https://gramnagarbarta.com/public/assets/images/reporter.png)
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৯ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪
![](https://gramnagarbarta.com/storage/photos/1/67b2e2d632aff.jpg)
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় একসাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী সুলতানা আক্তার (২৮)। ১৬ ফেব্রুয়ারী [রোববার] রাত সোয়া ৯টার দিকে টঙ্গিবাড়ী বাজারস্থ স্থানীয় ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি নামক একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ১ ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম হয় ।
উপজেলার রসকাঠি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আরশাদ দেওয়ানের স্ত্রী স্মোসাম্মৎ সুলতানা আক্তার। তার পূর্বের একটি দশ বছরের ছেলে সন্তান রয়েছে।
ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি ক্লিনিকটির স্ত্রী রোগ ও গাইনী বিশেষজ্ঞ এবং সার্জন ডা. আমেনা খাতুন তানিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নবজাতক ৩ শিশুর মধ্যে ছেলের ওজন ১কেজি ৮০০ গ্রাম ও ২ মেয়ের ওজন ১ কেজি ৯০০ গ্রাম করে। বর্তমানে ভূমিষ্ঠ তিনটি শিশু ও তাদের মা সম্পূর্ণ সুস্থ আছেন।
এই বিষয়ে ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল রহমান বলেন, বাচ্চা ও বাচ্চার মা সম্পূর্ণ সুস্থ রয়েছে ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত