মুন্সীগঞ্জে চলছে অবৈধ ড্রেজার, বন্ধের দাবিতে ডিসি বরাবর আবেদন

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১ |  আপডেট  : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মামাসার গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটায় হুমকির মুখে পড়েছে আশেপাশের জমি ও বাড়ি ঘর। এ বিষয়ে ড্রেজার বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মামাসার গ্রামে গিয়ে দেখা যায়, অবৈধ খননযন্ত্র (বাংলা ড্রেজার) দিয়ে মাটি খনন করা হচ্ছে।

অভিযোগসূত্রে জানা যায়, আওলাদ হোসেন, শ্যামল মাল, সুমন মৃধা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছুদিন যাবত মামাসার দীঘির সরকারি সম্পত্তি সহ মালিকানাধীন ফসলি জমির মাটি জোরপূর্বক ড্রেজার বসিয়ে কেটে বিক্রি করছে। এরফলে এলাকার জনসাধারণের বসতবাড়ি ভাঙার হুমকি ও আশেপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এই অবৈধ ড্রেজার বন্ধের দাবি জানান।

মামাসার গ্রামের জয়নাল আবেদীন বলেন, আমরা গ্রামবাসী মিলে এ অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে ডিসি বরাবর আবেদন করেছি। এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের কৃষি জমি ও ঘর-বাড়ী রক্ষার্থে এই অবৈধ ড্রেজার বন্ধের দাবি জানাই।

মামাসার গ্রামের আব্দুল হাই মাল বলেন, এই যে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কাটছে এতে আমাদের বাড়ি-ঘর ঝুঁকির মধ্যে পরছে।

মামাসার গ্রামের একাধিক বাসিন্দা মো. বাচ্চু, লখাই শেখ, শহীদ দপ্তরী, মোক্তার বেপারী সহ আরো অনেকে জানান, আমাদের গ্রামে অবৈধ ড্রেজার চালিয়ে মাটি কাটার কারণে আশেপাশের ফসলি জমি সহ বসবাস করার ঘর বাড়ী হুমকির মুখে পড়েছে। অনেকের বিল্ডিংয়ে ফাটল ধরেছে, অনেকের ঘরের পাকা ফাটল ধরেছে। এর আগেও এখানে ড্রেজার চলেছে, আমরা এই ড্রেজার বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। আমাদের এলাকাবাসীর একটাই দাবি এই ড্রেজার বন্ধ করে এলাকার ফসলি জমি ও ঘর বাড়ি রক্ষা করা হোক।

অভিযুক্ত শ্যামল বলেন, ব্যক্তি মালিকানাধীন জায়গায় ড্রেজার বসিয়ে সরকারি রাস্তায় মাটি দেয়া হচ্ছে। ড্রেজার দিয়ে মাটি কাটার অনুমতির ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।

বজ্রযোগিনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বিষয়টি অবগত হয়ে তাদেরকে কাজ বন্ধ করতে বলা হয়েছে। যদি বন্ধ করা না হয় তাহলে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ঠিকানা দিন আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত