মুন্সীগঞ্জে ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র নিহত
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬ | আপডেট : ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩২
ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে ইকরাম হোসেন (১৬) নামে ১০ম শ্রেণির মাদরাসার এক ছাত্র নিহত হয়েছে। নিহত ইকরাম পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র। ইকরাম হোসেন(১৬)। নিহত ইকরাম হোসেন মিরেশ্বরাই বেপারী বাড়ীর বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে।
ঘটনার তথ্য সুত্রে জানা যায়, গতকাল শনিবার (১ লা ফেব্রুয়ারি) নিজ বাড়ির মসজিদের ছাদে ঘুড়ি ধারার জন্য গেলে সেখানে বৈদ্যুতিক তারের সাথে আঘাত লাগলে আহত হয়। সেখান থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল নিলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায়। তার মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত