মুন্সীগঞ্জে ঈদ বাজার সমিতির তিন সদস্যকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১১:৫০ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩০
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী এলাকায় ঈদ বাজার সমিতির তিন সদস্যকে পিটিয়ে জখম করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিলারদী খাদ্য গোডাউনের সামনে সাপ্তাহিক টাকা উত্তোলনের সময় এ ঘটনা ঘটে। আহত তিলারদী এলাকার সোনা মিয়া মাদবরের ছেলে মো. রমজান মাদবর ও মো. জামান মাদবর ও সৈয়দপুর ফকির বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে রোবেল মিয়া বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় আহত জামান মাদবর বাদী হয়ে অভিযোগ দাখিল করেছে। দাখিল করা অভিযোগের তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।
আহত জামান মাদবর বলেন, প্রতি বছর ঈদুল আযহা উপলক্ষ্যে সমিতি করা হয়। ওই সমিতির ৫২০ জন সদস্য প্রতি সপ্তাহে ৭০ টাকা কওে জনপ্রতি সাপ্তাহিক চাঁদা দেয়। সপ্তাহের প্রতি শুক্রবার এলাকার বিভিন্ন বাড়ি ও দোকানে গিয়ে সদস্যদেও টাকা উত্তোলন করা হয়। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে টাকা উত্তোলনকালে তিলারদী খাদ্য গোডাউনের সামনে এলাকার শীর্ষ সন্ত্রাসী জিল্লুর, সুমন ঘোয়াল, রোহান, মাসুম, রিপন ও নাসিরসহ সন্ত্রাসী বাহিনী তাদের পথরোধ করে। এ সময় তারা আমাদের কাছে টাকা দাবী করে। তাদেও দাবীকৃত টাকা না দেওয়ায় প্রথমে বড় ভাই রমজান মাদবেব মাথায় আঘাত কওে রক্তাক্ত জখম করে। একই সময় অপর দুর্বৃত্তরা রুবেল মিয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে এলোপাথারি মারধর করে সমিতির উত্তোলন করা ২ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় সন্ত্রাসী বাহিনী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত