মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে গনপিটুনি

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ১৪:৩৮ |  আপডেট  : ৫ মার্চ ২০২৫, ২৩:৩৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে ৩ জনকে গনপিটুনি ও মাইক্রোবাস ভাংচুর করা হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত জুয়েল (৪০), বাচ্চু (৩৫) ও হাফিজকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, উপজেলার খৈয়াগাঁও এলাকা কেসি রোডে একটি মাইক্রোবাস অপর আরেকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর ওই অটোরিকশা নিয়ে চলে যাচ্চিলো মাইক্রোর যাত্রীরা। এতে ধাওয়া করে এলাকাবাসী মাইক্রো ও অটোরিকশায় আটক ফেলে। এসময় মাইক্রোর ভেতর থাকা ৩ জনকে গনপিটুনি দেয় ও মাইক্রো ভাংচুর করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ জানান, কেসি রোডে একটি মাইক্রো অপর আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এরপর ধাওয়া দিয়ে ওই মাইক্রোকে এলাকাবাসী আটক করে ভাংচুর করে। এসময় মাইক্রোতে থাকা ৩ জনেক মারধর করে। তিনি আরও জানান, আহত অবস্থায় ওই ৩ জনেক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত