মুন্সীগঞ্জে অগ্নিকান্ডে ফার্নিচারের ১৫ দোকান পুড়ে ছাই

  মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৭ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১২:২৮

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫ টি ফার্নিচারে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আগুনে ক্ষতিগ্রস্থ্য দোকান মালিকরা। শনিবার দিবাগত মধ্যে রাত পৌনে ১ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভা সংলগ্ন ফার্নিচার মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে আশপাশে পানি না পাওয়ায় আগুন নেভাতে সমস্যার মুখোমুখি হন ফায়ার সার্ভিসের কর্মিরা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত