মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী তে ট্রাক-সিএনজির সংঘর্ষে দুই নারী নিহত

  মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৩ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপ‌জেলার টঙ্গীবাড়ি-বা‌লিগাঁও রোড‌ে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। নিহতদের বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে বালিগাঁও বাজার এলাকা হতে সিরাজদিখান উপজেলার বালুচর এলাকার দিকে একটি ইটবাহী ট্রাক যাচ্ছিল। অপরদিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকা হতে একটি সিএনজি দুই নারী ও এক শিশুকে নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল । পথে টঙ্গিবাড়ী উপজেলার তৈলকাই ব্রিজের সামনে ওই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। তবে নারীর শিশুটি (২) সুস্থ আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত